ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পলিথিন ব্যাগের বিরুদ্ধে ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান

কালের সমাজ | নিজস্ব পতিবেদক অক্টোবর ২০, ২০২৪, ০৪:৩৬ পিএম পলিথিন ব্যাগের বিরুদ্ধে ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে এক মাস সময় দিয়ে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পহেলা নভেম্বর থেকে সুপার শপে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা এই কাজে উদ্বুদ্ধ ও সহায়তা করবে।

আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদফতরে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে পলিথিন ব্যাগ ধরে রাখা হবে নাকি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। সুতরাং এর সঙ্গে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। এটা শুধু অজুহাত হিসেবে সামনে আনা হয়।

৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানা পরিবেশ উপদেষ্টা


কালের সমাজ/এ.স./সাএ

 

Side banner