ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

কালের সমাজ ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০২:২৩ পিএম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা টিভিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন।

এদিকে, গত কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে তার নেতৃত্ব দেওয়া নিয়েই মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসতে থাকে। ইতোমধ্যে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সে জন্যই আজ পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

 

নতুন এই দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আকতার হোসেন।

এদিকে, নাহিদের পদত্যাগের ঘোষণার পরেই ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।


 

কালের সমাজ//এ.জে

Side banner