ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এপ্রিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থ উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:০৮ পিএম এপ্রিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থ উপদেষ্টা

দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও দুই-তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, তাই কোনো সংকটের আশঙ্কা নেই।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে। আগামী এপ্রিলের মধ্যে এটি সহনীয় পর্যায়ে আসবে এবং জুনের মধ্যে এর ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।’

মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। এ সময় ফল আমদানিকারকদের দাবি অনুযায়ী ফলের বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘আন্দোলন করলে করুক। কিছুই করার নেই।’

 

কালের সমাজ/এ.স./সাএ

 

Side banner