ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৪৮ পিএম সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে

সাইবার সিকিউরিটি আইনের অধীনে যে সকল মামলা রয়েছে,  দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

ড. আসিফ নজরুল বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ আসামি। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

কালের সমাজ/এ.জে

Side banner