ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

আরও এক মাস বাড়ানো হবে ৬ কমিশনের মেয়াদ : উপদেষ্টা রিজওয়ানা

কালের সমাজ জানুয়ারি ১৫, ২০২৫, ০৪:৩২ পিএম আরও এক মাস বাড়ানো হবে ৬ কমিশনের মেয়াদ : উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সংস্কারের লক্ষ্যে গঠিত চারটি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এছাড়া, আরও ৬টি কমিশনের কাজের মেয়াদ এক মাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কমিশন প্রধানরা এক মাসের সময় চেয়ে নিয়েছেন এবং তারা প্রধান বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করবেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে এবং লিখিতভাবে মতামত প্রদান করেছে। কমিশন যতটুকু প্রয়োজন মনে করেছে, তা গ্রহণ করেছে।"

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্য কর্মকর্তা।

 

কালের সমাজ/এ.জে

 

Side banner