ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১
ডিবিপ্রধান

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন আইনের হাত থেকে রক্ষা পাবে না

কালের সমাজ জানুয়ারি ১৪, ২০২৫, ০২:৩৭ পিএম শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন আইনের হাত থেকে রক্ষা পাবে না

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন কোনো সন্ত্রাসী আইনের হাত থেকে রক্ষা পাবে না, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে ।

আজ (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসী হোক তারা পিচ্চি হেলাল কিংবা ইমন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেয়ে আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, সম্প্রতি মিরপুরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং এমন ঘটনা আরও বাড়ছে। তবে, তিনি আশ্বস্ত করে বলেন, গোয়েন্দা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মনিটরিং চালিয়ে যাচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসীদেরসহ সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, আমরা খতিয়ে দেখব। প্রতিনিয়ত আমরা কাজ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে ও শান্তিতে থাকতে পারে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি।

৫ আগস্টের পর যেসব সন্ত্রাসী জেল থেকে জামিনে বের হয়েছেন তাদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন। পিচ্চি হেলালের বিরুদ্ধে ৫ আগস্টের পর ডাবল মার্ডারের মামলা হয়েছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা কোথায়– জানতে চাইলে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে আমরা ছাড় দেব না। সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

রাতে আগে টহল জোরদার ছিল, এখন সেটা কমে গেছে। পুলিশ কি এখনো হারানো মনোবল ফিরে পায়নি– জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, আমি তা মনে করি না। পুলিশ মনোবল ফিরে পেয়েছে। বর্তমান কমিশনারের নির্দেশে অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করা হচ্ছে।

৫ আগস্টের পর কারা কারা কি কি অপরাধে জড়িত। অপরাধের ধরন অনুযায়ী অপরাধীদের তালিকা করা হচ্ছে কি না? কারণ ঘোষণা দিয়ে দখলদারি চলছে। জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা তালিকা করেছি, সে অনুযায়ী কাজ করছি।

তিনি বলেন, এলিফ্যান্ট রোডের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হাজারীবাগ থেকে রাতুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইতোমধ্যে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। সে অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

কালের সমাজ/এ.জে

 

Side banner