ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ফেব্রুয়ারিতেই হচ্ছে ডাকসু নির্বাচন

কালের সমাজ জানুয়ারি ১৪, ২০২৫, ০২:২৫ পিএম ফেব্রুয়ারিতেই হচ্ছে ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানুয়ারির মধ্যেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশের প্রস্তুতি চলছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবির ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে থাকলেও এতে একমত নয় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। এ দুটি ছাত্র সংগঠন সংস্কার সম্পন্ন করে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার পর নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি জোরালো হয়েছে। নির্বাচনী রোডম্যাপের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহম জানান, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সময় সংবাদকে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন হওয়ার একটা গ্রহণযোগ্য সময়। গঠনতন্ত্র সংস্কার না করে ডাকসু নির্বাচন কার্যকরি হবে না। এজন্য ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে।

তবে সব ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন চাইলেও ভোটের তারিখ নিয়ে রয়েছে ভিন্ন মত। ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের আমূল সংস্কার শেষে নির্বাচন চায় ছাত্রদল। একই সুর ছাত্র ইউনিয়নেরও।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা করে দেয়ার জন্য গঠনতন্ত্রে যে ধরনের বিধান সংযুক্ত করেছিল। সেই গঠনতন্ত্রের অধিনে ডাকসু নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে এখনও হল পর্যায়ে রয়ে গেছে। ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের আমূল সংস্কার শেষে নির্বাচন হোক।

পেশিশক্তির রাজনীতি করতেই অনেকে দ্রুত নির্বাচনের বিরোধিতা করছেন বলে অভিযোগ বৈষম্যবিরোধীদের। আর ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি ছাত্রশিবিরের।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন আহমদ বলেন, দ্রুত সময়ে নির্বাচন চাই। আর দ্রুত সময়ের মধ্যে অন্তত রোডম্যাপটা চাই। সংস্কার এবং ডাকসু নির্বাচনের প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে বলে মনে করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা নতুন করে ক্ষমতার রাজনীতি চাই না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি শক্তিশালী হোক।’

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয় সবশেষ ডাকসু নির্বাচন। পরবর্তীকালে দাবি উঠলেও নির্বাচন আয়োজনে উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

কালের সমাজ/এ.জে

Side banner