ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারির মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে: প্রেস সচিব

কালের সমাজ জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৪৪ পিএম ফেব্রুয়ারির মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে: প্রেস সচিব

আগামী মাসের মধ্যে দেশের প্রতিটি শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

শফিকুল আলম বলেন, চট্টগ্রামে বর্ষাকালে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে থাকে। সরকার এর সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে। এছাড়া, ট্রাফিক পরিস্থিতি নিয়েও কেবিনেটে আলোচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ।

কালের সমাজ/এ.জে

Side banner