ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে উত্তরা চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশের সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার অভিযোগ রয়েছে।
তিনি ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। শফিউল ইসলাম মহিউদ্দিন আওয়ামী লীগ পন্থী একজন বিশিষ্ট ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশ শিল্প ও বাণিজ্যিক পরিষদ (এফবিসিসিআই) ও বাংলাদেশ তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান (বিজিএমই) এর সাবেক সভাপতি হিসেবে পরিচিত।
কালের সমাজ/এ.জে
আপনার মতামত লিখুন :