ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
অনুমতি পেলে

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৫, ০৪:০৭ পিএম ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন

জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান জানিয়েছেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে কমিশন সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। তিনি সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

বিডিআর হত্যাযজ্ঞে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, "দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধু এই কথাটিই বলা যথেষ্ট নয়। ভারত জড়িত এমন দাবির পক্ষে প্রমাণ হাজির করতে হবে।" তিনি আরও বলেন, "ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং তা কমিশন পর্যায়ক্রমে পরীক্ষা করবে।"

মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, যদি ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে না চায়, তবে তদন্ত কমিশন তাদের অনুমতি পেলে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। তিনি আরও বলেন, এমনকি সিকিউরিটি বা যানবাহন না দিলেও তদন্তের কাজ চালিয়ে যাবে কমিশন।

তিনি এই প্রসঙ্গে জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব পক্ষের সহযোগিতায় তদন্ত এগিয়ে নেওয়া হবে। তবে, বিগত ১৬ বছরে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে গেছে, তবে বর্তমানে যা কিছু হবে, তা খোলামেলা ও সুষ্ঠুভাবে করা হবে।

মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান জানিয়েছেন, তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে, তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। তিনি বলেন, কমিশনের লক্ষ্য হল, সবাই যেন ন্যায়বিচার পায় এবং এ ব্যাপারে কোন আপস হবে না।


কালের সমাজ/এ.জে

Side banner