বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষানবিশ একজন চিকিৎসক বলেন, মাত্র পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে আমাদের সঙ্গে উপহাস করা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় মাসিক ভাতা ৫০ হাজার টাকা অথবা সরকারি চাকরির ভিত্তিতে নবম শ্রেণির বেতন করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের দাবি পূরণে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে, আমরা রোববার সকালে শাহবাগে ঢাকা অবরোধ শুরু করবো।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছিলেন পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
কালের সমাজ/আ.য
আপনার মতামত লিখুন :