ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে প্রসিকিউশন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৫, ০২:০৬ পিএম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে প্রসিকিউশন

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।


প্রসিকিউশন সোমবার (২৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।


এ ঘটনায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে তদন্ত সংস্থা। এর মাধ্যমে দুই জন জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলছে।


এছাড়া, ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে ২৫ মে এর মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে।


কালের সমাজ//র.ন

Side banner