বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় আওয়ামীপন্থি ৯ জন আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে আত্মসমর্পণকারী ৯৩ জনের মধ্যে বাকি ৮৪ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জনই মহিলা আইনজীবী।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :