ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আগামী ২৩ এপ্রিল। ওইদিন আদালত জানাবে, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাতিল করা ঠিক ছিল কিনা।
বুধবার (১৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন।
এর আগে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত রায় দিলে, তিনি হাইকোর্টে তা চ্যালেঞ্জ করেন।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আগামী ২৩ এপ্রিলের রায়ের অপেক্ষায় থাকতে হবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :