ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৫, ১২:১১ পিএম অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন।

আজ বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বাবরের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন।

২০০৭ সালের ২৮ মে গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। পরে ৩০ অক্টোবর মহানগর বিশেষ ট্রাইব্যুনাল তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

ওই রায়ের বিরুদ্ধে একই বছরে হাইকোর্টে আপিল করেন বাবর। মামলাটি হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন তিনি। পরে বিভিন্ন মামলায় খালাস ও জামিন পাওয়ার পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

 

 

কালের সমাজ// এ.জে
 

Side banner