নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গণবিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনটি করেন এক রাজনৈতিক দলের পক্ষ থেকে। শুনানিতে তারা দাবি করেন, ইসির জারি করা গণবিজ্ঞপ্তির কিছু শর্ত অসাংবিধানিক ও বৈষম্যমূলক। এটি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
শুনানি শেষে আদালত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন এই গণবিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আগামী চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে, নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে নিবন্ধন পেতে বেশ কিছু নতুন শর্ত আরোপ করা হয়। কয়েকটি রাজনৈতিক দল এসব শর্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরবর্তীতে জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :