বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, “চট্টগ্রাম-৮ আসনে দলীয় মনোনয়ন পেলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সর্বদা কাজ করব। অতীতেও আমি জনগণের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচন নিরপেক্ষ হলে এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী।
চট্টগ্রাম-৮ আসনটি বোয়ালখালী, চাঁন্দগাঁওয়ের আংশিক, পাঁচলাইশ ও বাইজিদের আংশিক এলাকা নিয়ে গঠিত। ঐতিহ্যগতভাবে এটি বিএনপি-ঘাঁটি হিসেবে পরিচিত। আবু সুফিয়ান দাবি করেন, তৃণমূল বিএনপির নেতাকর্মীরা তাকে প্রার্থী হিসেবে দেখতে চান, এবং দলীয় মনোনয়ন পেলে এই আসনটি তিনি দলের কাছে উপহার দিতে পারবেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা
আবু সুফিয়ান তার ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করে তিনি পরে মহানগর ছাত্রদলের সভাপতি হন। এরপর যুবদল, মহানগর বিএনপি এবং সর্বশেষ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
তিনি বলেন,"রাজনীতিতে দলীয় গ্রুপিং থাকবেই, তবে সব মত ও শক্তিকে একত্র করে কাজ করলে সাফল্য আসে। দলীয় স্বচ্ছ রাজনীতিবিদের অবস্থান সবসময় শক্তিশালী।"
এলাকাবাসীর জন্য উন্নয়ন পরিকল্পনা
তিনি জানান, মনোনয়ন পেলে তিনি চট্টগ্রাম-৮ এর সামগ্রিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খাত ঢেলে সাজানো, বেকারত্ব দূরীকরণে শিল্প স্থাপন তার অগ্রাধিকার হবে।
জেল-জুলুমের অভিজ্ঞতা
এরশাদবিরোধী আন্দোলনসহ গত ১৫ বছরে প্রায় ৬০টি মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেন আবু সুফিয়ান। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সময় তিনি বারবার রাজপথে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন,“দলের মনোনয়ন বোর্ড আমার রাজনৈতিক ইতিহাস, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেবে।”
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :