বর্তমানে বেঁচে আছেন এমন ৩৭ কোটির বেশি মেয়ে ও নারী অর্থাৎ প্রতি আটজনের একজন ১৮ বছর হওয়ার আগেই ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তবে যদি নন-কন্টাক্ট বা সরাসরি শারীরিক সংস্পর্শ ছাড়া যৌন সহিংসতার বিষয় হিসাবে নেয়া হয় তাহলে এই সংখ্যাটা বেড়ে ৬৫ কোটিতে গিয়ে ঠেকে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও মেয়ে ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারপরও ২৪০ থেকে ৩১০ মিলিয়ন ছেলে ও পুরুষও একই ঘটনার শিকার। বিশ্বে প্রায় প্রতি ১১ জনে একজন ছেলে বা পুরুষ শৈশবে ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
ইউনিসেফের রিপোর্ট বলছে, এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপকতা নজিরবিহীন। যদিও এর সঠিক তথ্য ও প্রকৃত সংখ্যা নানা কারণে জানা সম্ভব নয়। কারণ, লোকলজ্জার মতো নানা সামাজিক কারণে অনেকেই এ বিষয়ে মুখ খুলতে চান না। ধর্ষণের মতো ঘটনাও অনেকে চেপে যান নানা রকম সামাজিক ট্যাবুর কারণে।
সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বেশি সংখ্যক যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। সেখানে ৭৯ মিলিয়ন মেয়ে ও নারী অর্থাৎ ২২ শতাংশ এই ধরনের ঘটনার শিকার হয়েছেন। এর পরের অবস্থানে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া। সেখানে ৭৫ মিলিয়ন অর্থাৎ ৮ শতাংশ ভুক্তভোগী বসবাস করেন।
কালের সমাজ/যাবিদ
আপনার মতামত লিখুন :