ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
মাদাগাস্কারে

নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৫, ২০২৪, ১২:২৬ পিএম নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

মাদাগাস্কারের পশ্চিমাঞ্চলের তসিরিবিহিনা নদীতে ভূমিধসের কারণে একটি নৌকায় থাকা অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

মাদাগাস্কারের মেরিটাইম, পোর্ট এবং রিভার এজেন্সির মতে, মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

সংস্থাটির দেওয়া বিবৃতি অনুযায়ী, নৌকাটি ২৬ জন যাত্রী নিয়ে যাত্রা করছিল এবং মাঝরাতে একটি বন্দরে থেমে ছিল। এ সময় ভূমিধসের ফলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। তবে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হন।

নৌকাটি মেনাবে অঞ্চলের বেলো সুর তসিরিবিহিনা এবং আঙ্কালালোবে শহরের মধ্যে চলাচল করছিল বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ।
 
সূত্র: মেহের নিউজ এজেন্সি

কালের সমাজ /এ.স /আ.য

Side banner