ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের আগামী দু-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০২৫, ১২:০৪ পিএম পাকিস্তানের আগামী দু-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা। এ পরিস্থিতিকে ঘিরে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।


মঙ্গলবার (২৯ এপ্রিল) দেশটির শীর্ষ দৈনিক দ্য ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, "আগামী দু-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কিছু ঘটে, তা আগামী কয়েকদিনের মধ্যেই ঘটবে। আর যদি কিছু না ঘটে, তাহলে বুঝে নিতে হবে যে আমরা একটি বড় বিপদ এড়িয়ে গেছি।"


পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। তাই আমাদের এখনই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।"


এর আগে, পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেয় ভারত। সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়, বাতিল করা হয় সব ধরনের ভিসা। একই সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তিও স্থগিত করে দিল্লি।


জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত, আকাশসীমা নিষিদ্ধ এবং ভারত-পাকিস্তান বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধের ঘোষণা দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, "সিন্ধু চুক্তি স্থগিত করা একরকম যুদ্ধ ঘোষণা। আমরা আমাদের পানির অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব।"


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, "পেহেলগামের হামলার পর প্রতিটি ভারতীয়ের রক্ত ফুটছে। জড়িত সবাইকে কঠোর শাস্তি পেতে হবে।"


বিশ্লেষকরা সতর্ক করছেন, পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে এই উত্তেজনা পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে। যদিও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে হামলার সরাসরি প্রমাণ উপস্থাপন করা হয়নি, তবুও পরিস্থিতির ক্রমাগত অবনতি বিশ্ব সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে।


এমন পরিস্থিতিতে ইরান ও বাংলাদেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় দেশকে সংযম ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner