ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কানাডায় ফেডারেল নির্বাচন: এগিয়ে লিবারেল পার্টি

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০২৫, ১০:৪০ এএম কানাডায় ফেডারেল নির্বাচন: এগিয়ে লিবারেল পার্টি

কানাডার ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থ মেয়াদে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি। ফলে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিবারেল নেতা মার্ক কার্নি।


স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফলাফলে এই তথ্য জানা গেছে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য নীতির প্রভাবও এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


সর্বশেষ ফল অনুযায়ী, ৩৪৩টি আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৬২টি আসন, আর কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৯টি আসন। এখনো কিছু আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে সংখ্যাগরিষ্ঠতা পেলে লিবারেলদের আইন পাসের ক্ষেত্রে আর কোনো দলের সহায়তা প্রয়োজন হবে না।


এপি জানিয়েছে, কানাডার অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের চাপ ও ট্রাম্পের বিভিন্ন হুমকির কারণে দেশটির জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়, যা লিবারেলদের পক্ষে জনমত গড়ে তুলতে সহায়ক হয়েছে। ট্রাম্প সম্প্রতি কানাডায় উৎপাদিত গাড়ির ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার ইঙ্গিত দেন— যা কানাডিয়ানদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।


এর আগে চলতি বছরের শুরুতে টানা নয় বছর দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। এরপর মার্চ মাসে দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হন সাবেক ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি। তিনি লিবারেল পার্টির সদস্যদের অভ্যন্তরীণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner