ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০২৫, ১০:৩৩ এএম কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতের এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, পঞ্চম রাতের মতো জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা, বারামুল্লা এবং আখনূর সেক্টরের কাছে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় এবং ভারতীয় বাহিনী "সংযত ও কার্যকর" প্রতিক্রিয়া দেখায়।


পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


প্রসঙ্গত, এই গোলাগুলি এমন এক সময় ঘটল যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মির অঞ্চলে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।


সাম্প্রতিক এসব ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত-পাকিস্তান পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক স্থগিতের পথে হাঁটছে, বন্ধ হয়েছে গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি। দুই দেশই প্রতিবেশী দেশের নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

 

কালের সমাজ//এ.সং//র.ন

Side banner