ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৮, ২০২৫, ০৯:২৭ এএম ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে। সোমবার (২৮ এপ্রিল) আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, রোববার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সোমবার ভোররাতে নতুন হামলায় নিহত হয়েছেন আরও ১৭ জন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় আহত আরও ১১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে চলমান সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। প্রায় দুই মাস শান্তি বজায় থাকার পর গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে নতুন করে ২১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়েছে অবরুদ্ধ উপত্যকার অধিকাংশ অবকাঠামোও।

 

কালের সমাজ//এ.স//এ.জে
 

Side banner