কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক যখন ফের চরম উত্তেজনার পথে, তখন দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।
শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম `এক্স`-এ এক পোস্টে লিখেছেন, “ভারত ও পাকিস্তান আমাদের ভাতৃপ্রতিম প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহত্তর বোঝাপড়া গড়ে তুলতে আগ্রহী।”
আরাগচি তার পোস্টে বিখ্যাত পার্সিয়ান কবি সাদির কবিতা উল্লেখ করে বলেন, “মানবজাতি এক দেহের মতো, যদি কোনো একটি অঙ্গ ব্যথিত হয়, তবে পুরো শরীরই অস্থির হয়ে ওঠে।”
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় পাকিস্তান জড়িত থাকার অভিযোগ তোলে ভারত। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল এবং সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয়।
জবাবে পাকিস্তানও ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি, সীমান্ত ক্রসিং বন্ধ এবং ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করে। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে ভারতের জলশক্তিমন্ত্রীর ঘোষণা, যেখানে তিনি বলেন—“সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাল্টা হুঁশিয়ারিতে পাকিস্তান জানায়, ভারতের এমন উদ্যোগকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে এবং তার যথাযথ জবাব দেওয়া হবে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের শান্তিপূর্ণ মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও ভারত বা পাকিস্তান—দুই দেশই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
কালের সমাজ//এ.স//এ.জে
আপনার মতামত লিখুন :