ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আরও একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন দেড় শতাধিক। বৃহস্পতিবার থেকে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত চলা এই হামলায় উত্তর গাজার জাবালিয়ায় একই পরিবারের ১২ জনের করুণ মৃত্যু হয়েছে।
আল জাজিরা ও আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলের ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দমন-পীড়নে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৫৫ জনে। আহতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২৪৮ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
চলতি বছরের ১৯ জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের হামলা শুরু করে তারা। নতুন করে ১৮ মার্চ থেকে চালানো হামলায় প্রাণ হারিয়েছে আরও দুই হাজারের বেশি ফিলিস্তিনি।
জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। আর এই সময়ের মধ্যে ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের এই হামলার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত এরইমধ্যে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলমান রয়েছে।
কালের সমাজ//এ.স//এ.জে
আপনার মতামত লিখুন :