ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৫, ২০২৫, ১০:০৫ এএম ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কাশ্মীরে সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই দেশকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ডুজারিক বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর হয়ে উঠেছে। জাতিসংঘ মহাসচিব এ পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উভয়পক্ষকে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন।”

জাতিসংঘের বিবৃতিতে আরও বলা হয়, “যেকোনো বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত, বিশেষ করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে।”

এদিকে, মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে। জবাবে ভারত পাকিস্তানের নাগরিকদের দেওয়া বিশেষ ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়।

পরদিন পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি ঘোষণা দেয়। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

 

 

কালের সমাজ//এ.স//এ.জে

Side banner