ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৪, ২০২৫, ০৯:২০ এএম গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। উপত্যকাটিতে আর কোনো স্থানই এখন নিরাপদ নয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩০৫ জনে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ হামলায় আহত হয়েছেন আরও ১০৫ জন। এতে করে গত প্রায় ১৫ মাসে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৯৬ জনে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতেই পারছেন না।

২০২৪ সালের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এক প্রকার যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস গাজায় তুলনামূলকভাবে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও, ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরায়েল। মূলত হামাসের সঙ্গে শান্তিচুক্তি বাস্তবায়নে মতানৈক্যকে কেন্দ্র করেই এ হামলা শুরু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় কমপক্ষে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। চলতি বছরের শুরুতে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে ইসরায়েলের এই নতুন আগ্রাসন।

 

কালের সমাজ//এ.স//এ.জে

Side banner