ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

কালের সমাজ এপ্রিল ২০, ২০২৫, ০৯:৩৩ এএম গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় আরও অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ৯০ জনের বেশি। এতে মোট প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ১৫৭ ছাড়িয়েছে।

রোববার (২০ এপ্রিল) পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এবং আল জাজিরা।

আল জাজিরা জানায়, শনিবারও দিনভর গাজায় বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ। একাধিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন।

এদিকে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইসরায়েল গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, “হামাস যদি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে আমাদের যুদ্ধ আরও জোরালোভাবে চালিয়ে যেতে হবে।”

ইসরায়েলের ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই সামরিক আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ১৫৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭২৪ জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র গত ৪৮ ঘণ্টায় ২১৯ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

গত জানুয়ারিতে আন্তর্জাতিক চাপে গাজায় একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইসরায়েল। এতে গাজায় কিছুটা স্বস্তি ফিরলেও মার্চের মাঝামাঝি থেকে ফের শুরু হয় বিমান হামলা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৭৮৩ ফিলিস্তিনি নিহত, আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৭০০ জন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের লাগাতার হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

কালের সমাজ//এ.স//এ.জে

Side banner