ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪

কালের সমাজ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৩৮ এএম দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪

ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় ভয়াবহ ভবন ধসের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে, তবে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অন্তত ৮ থেকে ১০ জন, এমনটাই আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে স্থানীয় সময় ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ জানিয়েছে, ভেঙে পড়া ভবনটি ছিল চারতলা বিশিষ্ট এবং ঘনবসতিপূর্ণ এলাকার মাঝেই অবস্থিত। দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, “ভবনটি ধসে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৮-১০ জন আটকা পড়ে থাকতে পারেন।”

ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেন, “রাত ২টা ৫০ মিনিটে আমরা খবর পাই, মুস্তাফাবাদে একটি ভবন ধসে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরো ভবনটি ধসে গেছে এবং অনেকেই আটকা পড়েছেন। এনডিআরএফ ও ফায়ার সার্ভিসের দল অক্লান্তভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।”

ভবন ধসের কারণ এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন। তবে শুক্রবার দিল্লিতে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কথা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ভবন ধসের একটি সম্ভাব্য কারণ হতে পারে।

এর আগে গত সপ্তাহে দিল্লির মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজন নিহত ও দুইজন আহত হয়েছিলেন।

ঘটনার পর আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দুর্বল ভবনগুলোর ওপর দ্রুত নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।

 

কালের সমাজ// এ.জে

Side banner