ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৮, ২০২৫, ১০:৩২ এএম গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে  ৪০ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। সর্বশেষ হামলার পর, গাজায় প্রায় দেড় বছরে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৫ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। সেই ঘটনার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

চলমান এই সংঘাতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। জাতিসংঘসহ একাধিক সংস্থা এবং রাষ্ট্র ইসরায়েলের প্রতি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও তা উপেক্ষিত থেকে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে।

অভ্যন্তরীণভাবেও নেতানিয়াহুর সরকারের ওপর চাপ বাড়ছে। দেশটির সাধারণ নাগরিকেরা জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না করা পর্যন্ত অভিযান চলবে এবং জিম্মিদের উদ্ধার করাই তাদের মূল লক্ষ্য।

 

কালের সমাজ// এ.জে

Side banner