যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৮ মিনিটে সান দিয়েগো কাউন্টির জুলিয়ান শহরের কাছে এ কম্পন আঘাত হানে। খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩.৪ কিলোমিটার এবং এটি এলসিনোর ফল্ট জোনের নিকটবর্তী এলাকায় সংঘটিত হয়। কম্পন লস অ্যাঞ্জেলেস পর্যন্ত অনুভূত হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিছু এলাকায় আফটারশক অনুভূত হয় এবং রাস্তায় পাথরের টুকরো পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় দোকান মালিকরা জানান, কাচের জানালা ও শোকেস কাঁপলেও বড় ধরনের ক্ষতি হয়নি। স্কুলছাত্রীদের নিরাপত্তার জন্য সতর্কতা হিসেবে বাইরে সরিয়ে নেওয়া হয়।
বিশেষজ্ঞ লুসি জোনস জানান, রোববারের ৩.৫ মাত্রার ভূমিকম্পটি ছিল সোমবারের বড় কম্পনের পূর্বশক। এলসিনোর ফল্ট জোন ক্যালিফোর্নিয়ার সবচেয়ে সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকার একটি এবং এটি বিখ্যাত সান আন্দ্রেয়াস ফল্টের অংশ।
এর আগে রোববার ভারত, মিয়ানমার ও তাজিকিস্তানে এক ঘণ্টার ব্যবধানে চারটি এবং সোমবার ফিজিতেও ভূমিকম্প আঘাত হানে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :