ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১০, ২০২৫, ১১:২৪ এএম ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

চলতি বছরের জুন মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। জাতিসংঘের কনফারেন্সে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। 

স্থানীয় সময় বুধবার ফরাসি টেলিভিশন চ্যানেল ফ্রান্স-৫–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির পথে এগোতে হবে এবং আমরা তা আগামী কয়েক মাসের মধ্যেই করব।"

মাখোঁ আরও জানান, জুন মাসে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে ফ্রান্স নেতৃত্ব দিতে চায়। সেই সম্মেলনে একাধিক দেশের সঙ্গে আলোচনা করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করার প্রত্যাশা রয়েছে তাদের। তিনি বলেন, এই সিদ্ধান্ত কাউকে খুশি করতে নয়, বরং এটি একটি যৌক্তিক ও প্রয়োজনীয় পদক্ষেপ।

ফ্রান্সের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন বার্তাসংস্থা এএফপিকে বলেন, “ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার সংরক্ষণ এবং দ্বিরাষ্ট্র নীতির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”

উল্লেখযোগ্য যে, ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে মত দিয়ে আসছে। যদিও এতদিন তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সংশ্লিষ্টদের মতে, এবার যদি ফ্রান্স এ স্বীকৃতি দেয়, তাহলে তা তাদের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে।

 

কালের সমাজ// এ.জে

Side banner