ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১০, ২০২৫, ০৯:৪৮ এএম চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চীন ছাড়া বিশ্বের অন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এই সময়কালে ওই দেশগুলোর পণ্যের ওপর শুল্ক হার কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে চীনের পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে বাড়ানো হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (৯ এপ্রিল) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন:

“চীন যেভাবে আন্তর্জাতিক বাজারকে শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে, তা নজিরবিহীন। সে কারণে চীনের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার যুগ শেষ হয়েছে।”

 

তিনি আরও জানান, ৭৫টির বেশি দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (USTR) সঙ্গে শুল্ক ও বাণিজ্য বিষয়ক আলোচনার অনুরোধ জানিয়েছে।

ট্রাম্প লিখেছেন,“এই দেশগুলো বাণিজ্য বাধা, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তাই আমি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।”

 

কী বোঝা যাচ্ছে?
চীনের প্রতি কড়া অবস্থান অব্যাহত রাখছেন ট্রাম্প।
অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক মেরামতের ইঙ্গিত, যাতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্থিতিশীল থাকে।
এটি ট্রাম্পের নতুন বাণিজ্যনীতি ও নির্বাচনী কৌশলের একটি অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

প্রভাব কী হতে পারে?
চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে।
উন্নয়নশীল দেশগুলো স্বস্তি পাবে, কারণ শুল্ক সাময়িকভাবে স্থগিত হওয়ায় তাদের পণ্যের রপ্তানিতে সুবিধা হবে।
বৈশ্বিক বাজারে অস্থিরতা কিছুটা কমতে পারে, যদিও চীনের ওপর শুল্ক বৃদ্ধির প্রভাব বিশ্ববাজারে কীভাবে পড়ে, সেটি এখন দেখার বিষয়।

 

কালের সমাজ//এ.জে

Side banner