ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৯, ২০২৪, ১০:৩০ এএম পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশে ধর্মীয় বৈষম্যমূলক আচরণকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এ নিয়ে কথা বলেন।

এদিন ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গেও প্রশ্ন করা হয় তাকে। এসময় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান মিলার।
 
জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন,
আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার আছে। আমরা আরও বিশ্বাস করি, বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন এ বিষয় নিশ্চিত করতে হবে। এবং আমরা আমাদের দ্বিপাক্ষিক কার্যক্রমে এ বিষয় বহুবার স্পষ্ট করেছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বা বিশ্বের যেকোনো দেশের ধর্মীয় বৈষম্যমূলক আচরণকে সমর্থন করবে না।

 

কালের সমাজ/এ.স./সাএ

Side banner