ইসরায়েলের বিমান হামলায় গাজার খান ইউনিসে নারী-শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, একটি আবাসিক ভবনে ভোররাতে হামলা চালানো হয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে পুরুষ কেউ নেই—সবই নারী ও শিশু।
বেঁচে ফেরা একজন বাসিন্দা বলেন,"শান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিশাল বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে। মাটি সমান হয়ে যায় সবকিছু। শিশুরাও রক্ষা পায়নি।"
তিনি ইসরায়েলিদের বিরুদ্ধে নিরীহ মুসলিমদের হত্যার অভিযোগ তোলেন এবং বলেন, ‘‘তারা যোদ্ধাদের নয়, ধর্মের ভিত্তিতে মানুষ হত্যা করছে।’’
এদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা গাজার দক্ষিণে রাফাকে বিচ্ছিন্ন করতে একটি নতুন সামরিক করিডোর (মোরাগ করিডোর) নির্মাণের কাজ শুরু করেছে। এই করিডোর বাস্তবায়িত হলে রাফা বিচ্ছিন্ন হয়ে পড়বে উপত্যকার অন্যান্য অঞ্চল থেকে।
আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খোদারি জানিয়েছেন, সেনারা এই করিডোর এলাকায় যেকোনো চলাচলকারীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে।
তিনি আরও বলেন,“এক মাস ধরে গাজায় কোনো খাদ্য, ওষুধ, জ্বালানি বা ত্রাণসামগ্রী প্রবেশ করেনি। মানুষ ক্ষুধার্ত, নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।”
সূত্র: আল জাজিরা
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :