ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৬, ২০২৫, ১১:৫৭ এএম বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়, ধারণা করা হচ্ছে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এটি প্রত্যাহার করা হতে পারে।

সূত্র আরও জানায়, যাদের ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো ওমরাহ ভিসাধারী সৌদি প্রবেশের অনুমতি পাবেন না।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো—বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে অনেকেই একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদিতে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে হজ পালন করেছেন, যা অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।

আরও একটি বড় উদ্বেগের কারণ হলো, কিছু ভিসাধারী চাকরির উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করে শ্রমবাজারে বিশৃঙ্খলা তৈরি করেন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই নিষেধাজ্ঞা সাময়িক এবং হজ মৌসুমে নিয়ন্ত্রিত ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এটি জারি করা হয়েছে। একই সঙ্গে তারা ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, কেউ নিয়ম লঙ্ঘন করলে কঠোর জরিমানার মুখে পড়তে হতে পারে।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner