যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যা প্রাণ কেড়ে নিয়েছে চার শতাধিক ফিলিস্তিনির। আহত হয়েছেন শত শত মানুষ, আর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় হামলা মাত্র শুরু হয়েছে এবং এটি আরও তীব্র হবে।
বুধবার (১৯ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। রমজানের সময় সেহরির মুহূর্তে চালানো এ হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, “আমরা যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে। বন্দিদের মুক্তি না দেওয়ায় আমরা আবার অভিযান শুরু করেছি।”
এর আগে হামাস মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব গ্রহণ করেছিল, যেখানে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের পরিকল্পনা ছিল। তবে নেতানিয়াহু বলেন, “যদি হামাস বন্দি মুক্তি না দেয়, তাহলে যুদ্ধ চলবে।”
গাজায় এই হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, জর্ডানের আম্মান এবং ফ্রান্সের প্যারিসেও ইসরায়েলবিরোধী প্রতিবাদ হয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :