যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনো মন্তব্য করেননি।
স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্টভাবে কোনো জবাব না দিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
এক প্রশ্নকারী উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানতে চান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কী মূল্যায়ন করেছেন এবং কী পদক্ষেপ নিচ্ছেন।
এর জবাবে ট্যামি ব্রুস বলেন, "আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথার প্রসঙ্গ তুলেছেন, যেখানে আন্তর্জাতিক ঘটনাবলী এবং মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি উঠে আসে।"
এরপর প্রশ্নকারী বিষয়টি বাংলাদেশ সম্পর্কিত বলে স্পষ্ট করলে মুখপাত্র জানান, পররাষ্ট্রমন্ত্রী রুবিও তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসরণ করছেন এবং কূটনৈতিক আলোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো পরিস্থিতি বা সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চান না।
প্রশ্নকারী পুনরায় প্রশ্ন করার অনুমতি চাইলে ট্যামি ব্রুস তাকে থামিয়ে দিয়ে বলেন, "সরকার থেকে সরকারের মধ্যে কূটনৈতিক আলোচনা কিংবা নির্দিষ্ট কোনো দেশের বিষয়ে অবস্থান প্রকাশ করা আমার দায়িত্বের আওতায় পড়ে না। আমি অনুমানভিত্তিক কোনো মন্তব্যও করতে চাই না।"
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :