ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:১৪ পিএম বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া সিদ্ধান্তের মতো গতকাল (৫ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেয় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এর ফলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় সমন্বয়কারী এই সংস্থাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। খবর আল জাজিরা  

 

বর্তমানে উভয় দেশই ডানপন্থি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। উভয় নেতাই কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার সমালোচনা করেছেন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি জাতিসংঘের সংস্থা। এটি কোনো দেশের সরকারকে তাদের নির্দেশনা মানতে বাধ্য করতে পারে না। তবে এটি গবেষণা ও সুপারিশ প্রদান করে যে কীভাবে দেশগুলো মহামারির মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় একসাথে কাজ করতে পারে। তবুও বুধবার মিলেই কোভিড-১৯ মহামারির সময় শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করেছেন।

 

 

মিলেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এ কারণেই আমরা এমন একটি অকল্যাণকর সংস্থা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা ইতিহাসের সবচেয়ে বড় সামাজিক নিয়ন্ত্রণের পরীক্ষার হাতিয়ার ছিল।

 

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম বড় অর্থদাতা দেশ হলেও আর্জেন্টিনা তেমনটি নয়। ২০২৪ সাল পর্যন্ত আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রায় ৮.২৫৭ মিলিয়ন ডলারের অবদান রেখেছে।

 

 

 

কালের সমাজ //এ.জে

 

 

 

Side banner