ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৮, ২০২৫, ০৯:৪৪ পিএম দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন

দক্ষিণ কোরিয়ার বুসানের একটি বিমানবন্দরে এয়ার বুসানের বিমানে আগুন লেগেছে। বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। এর ফলে বাধ্য হয়ে সরিয়ে নিতে হয়েছে যাত্রী ও ক্রুদের।


দমকল কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানটি গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে বিমানটির লেজের কাছে আগুন লেগে যায়। 


বুসান দমকল বিভাগ জানিয়েছে, ১৬৯ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।


স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং সেটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে কীভাবে ওই বিমানে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner