ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৪, ২০২৫, ০৪:২৪ পিএম ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আশপাশের এলাকায় ব্যাপক কেঁপে ওঠে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। খবর এনডিটিভি’র। 
 
এর আগে জেলা কালেক্টর সঞ্জয় কোলতে জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা। 
 
জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েন। 
 
এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
 
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারখানার বিস্ফোরণে হতাহতের কথা নিশ্চিত করে বলেছেন, পাঁচজন শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে। 
 
তিনি বলেন, শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শিগগিরই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

কালের সমাজ/এ.জে

Side banner