ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

কালের সমাজ জানুয়ারি ১৯, ২০২৫, ০৩:১৮ পিএম যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির চুক্তির শর্ত না মানায় গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ রোববার, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে জানিয়েছেন, "যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়বদ্ধতা পূর্ণ করবে না, ততক্ষণ গাজা যুদ্ধবিরতি কার্যকর হবে না।"

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যদি জিম্মিদের তালিকা প্রকাশ না করে, তবে গাজায় যুদ্ধবিরতি হবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, প্রযুক্তিগত কারণে বন্দীদের তালিকা প্রকাশে বিলম্ব ঘটেছে।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই ৭৩৭ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। এই বন্দীদের মুক্তির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

 

Side banner