ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ইসরায়েলি হামলায় পাঁচ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত

কালের সমাজ জানুয়ারি ৮, ২০২৫, ১১:১৩ এএম ইসরায়েলি হামলায় পাঁচ শিশুসহ  ৪৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় গত মঙ্গলবার গাজায় আরো ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে পাঁচ শিশু রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৫ হাজার ৯০০ জনে পৌঁছেছে এবং এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে ।

আল জাজিরা বলেছে, গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে আবাসিক এলাকায় ও বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হচ্ছে। ত্রাণবাহী গাড়ি ও জরুরি সরবরাহের ওপর হামলা চালানো হচ্ছে। বর্তমানে গাজার হাসপাতালে জ্বালানির অভাব দেখা দিয়েছে, ফলে হাসপাতালগুলোতে বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তার আক্রমণ চালিয়েই যাচ্ছে। গত ৭ অক্টোবরের হামাসের হামলার পর থেকে গাজায় বিমান এবং স্থল আক্রমণ চলছেই। এ হামলায় হাসপাতাল, স্কুল, মসজিদ, শরণার্থী শিবির এবং হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে।

গাজার ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং অধিকাংশ মানুষ খাদ্য, পানি ও ওষুধের সংকটে রয়েছে। ইসরায়েলের আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

 কালের সমাজ/এ.জে

Side banner