ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৪, ২০২৫, ০৬:২৬ পিএম কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় সেনার ওই তিন সদস্যের প্রাণহানি ঘটে, যা এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দেশটির সরকারি কর্মকর্তারা ধারণা করছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে ঘটে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় সেনাবাহিনী নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "দুর্ভাগ্যবশত, মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।"

গত মাসে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় আরেকটি দুর্ঘটনা ঘটে, যেখানে সৈন্যদের বহনকারী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে ৩০০ ফুট গভীর খাদে। এতে পাঁচ ভারতীয় সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সূত্র: এনডিটিভি।

 

কালের সমাজ/আ.য

Side banner