বাধ্যতামূলক শ্রম ও পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে নতুন আইনের প্রয়োগ হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে তেল সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে কাতার। ইইউয়ের ডিউ ডিলিজেন্স আইনের ফলে রাজস্ব হারানোর শঙ্কায় এ হুমকি দেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি।
সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট করপোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেকটিভ নামের এই বিধান অনুমোদন করেছে। এতে ইইউতে কাজ করা বড় কোম্পানিগুলো তাদের সরবরাহ চেইনে বাধ্যতামূলক শ্রম ব্যবহার ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে, গ্যাস সরবরাহ কোম্পানিকে বার্ষিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে।
সাদ আল-কাবি বলেন, ইউরোপে গিয়ে অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারাতে হলে ইউরোপেই যাবেন না। ইইউয়ের ডিউ ডিলিজেন্স আইন পুনরায় পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন আল-কাবি।
কালের সমাজ/আ.য
আপনার মতামত লিখুন :