ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জার্মানিতে মার্কেটে ঢুকে গেল গাড়ি, ৭০ জন মানুষকে চাপা

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২১, ২০২৪, ০১:১৮ পিএম জার্মানিতে মার্কেটে ঢুকে গেল গাড়ি, ৭০ জন মানুষকে চাপা

জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে হঠাৎ একটি প্রাইভেট কার ঢুকে পড়ে। এসময় গাড়িটি প্রায় ৭০ জন মানুষকে চাপা দেয়। এতে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ জন।জার্মান সংবাদ সংস্থা ডিপিএ স্যাক্সনি-অ্যানহল্ট রাজ্যের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ওই গাড়ির চালককে আটক করা হয়েছে।

নাম প্রকাশ করা হয়নি এমন এক নিরাপত্তা কর্মকর্তার সূত্রে ডিপিএ জানিয়েছে, সন্দেহাজন ব্যক্তিটি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামিক উগ্রবাদী হিসেবে চিহ্নিত নন। মনে করা হচ্ছে, তার বয়স ৫০ বছর এবং তিনি সৌদি আরব থেকে সেখানে যান। তার স্থায়ী রেসিডেন্সি পারমিট রয়েছে।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ম্যাথিয়াস শূপ এবং নগর মুখপাত্র মাইকেল রেইফ বলেন, তাদের সন্দেহ এটি ছিল ইচ্ছাকৃত কর্মকাণ্ড। রেইফ বলেন, দৃশ্যগুলো ভয়াবহ।

ডিপিএ জানায়, ম্যাগডেবার্গের ইউনিভার্সিটি হাসপাতাল বলে তারা ১০ থেকে ২০ জন আহতদের চিকিত্সা করছে। তবে আরো আহত লোক আসতে পারে বলে প্রস্তুত আছে । এই বাজারের যেই অংশটি পুলিশ ঘিরে ফেলে সেখানে মাটিতে ধ্বংসের চিহ্ন দেখা যায়।

গাড়িটি সন্ধ্যা ৭টায় বাজারের ভেতরে ঢুকে পড়ে যখন লোকজন সপ্তাহান্তের প্রাক্কালে কেনাকাটায় ব্যস্ত ছিলেন।স্যাক্সনি-অ্যানহল্টের গভর্ণর রেইনার হেজেলফ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা, বিশেষত বড় দিনের মাত্র কয়েকদিন আগে।

জার্মান চ্যান্সালার ওলাফ শোলজ এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, যারা হতাহত হয়েছেন তাদের এবং তাদের স্বজনরা আমার ভাবনায় রয়েছেন। আমরা তাদের সাথে এবং ম্যাগডেবার্গের জনগণের সাথে আছি।

বার্লিনের পশ্চিমে অবস্থিত ম্যাগডেবার্গ হচ্ছে স্যাক্সনি-অ্যানহল্টের রাজধানী। সেখানে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।

 

কালের সমাজ/আ.য

Side banner