ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তীব্র শীতে কাঁপছে দিল্লি, তাপমাত্রা নামল পাঁচের নীচে

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:১৫ পিএম তীব্র শীতে কাঁপছে দিল্লি, তাপমাত্রা নামল পাঁচের নীচে

ভারতের রাজধানী নয়াদিল্লি তীব্র ঠান্ডা এবং শৈত্যপ্রবাহে কাঁপছে। শীতের মৌসুমে ইতিমধ্যে ৫ ডিগ্রির নিচে নেমে গেছে শহরটির তাপমাত্রা। গত কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে এবং এর মধ্যেই গত এক সপ্তাহে এনিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা। 

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এ প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। যা চলতি বছরের এই সময়ে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি কম। আগের দিন শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নামল দিল্লির তাপমাত্রা।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং শৈত্যপ্রবাহ বজায় থাকবে। দিল্লির পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।

এদিকে তীব্র ঠান্ডার পাশাপাশি তীব্র বায়ু দূষণেও ভুগছে ভারতের রাজধানী। রোববার সকাল ৭টার দিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪৬। শীতের কুয়াশা ও বায়ু দূষণের কারণে হ্রাস পেয়েছে দৃশ্যমানতা।


 
 
কালের সমাজ/আ.য


 

Side banner