ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আজ ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের, আক্রান্ত ১১৯৭

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৪, ০৮:০৭ পিএম আজ ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের, আক্রান্ত ১১৯৭

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছেই চলছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮০ জনে। এদের মধ্যে চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ১১৭ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৫৮ হাজার ১০৮ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪০৫ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩১৭ জন, রংপুর বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৭১ ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ১২ হাজার ২০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৭ জন মারা গেছেন।


কালের সমাজ/এ.স./আ.য
 

Side banner