প্রেমের পাঁচালি --দুই.
---শাহীন মজদুর---
নিলামে উঠেছে আজ তোমার বেসাতি
দালালেরা ছুঁয়ে দেখে পরম নির্বিঘ্নে;
হয়েছ কি সহজলভ্য তবে রাতারাতি?
অলক্ষ্যে পশুর সাড়া জাগে প্রতি শিশ্নে!
মহার্ঘ এসেছি জেনে তোমার সম্ভার;
দুর্ভাগ্যের বশে যেন চার্বাক দয়িতা!
সুনিপুণ মুদ্রা তুলে কটিতে তোমার
থিতিয়ে দাও ক্লান্তিকে দাও উসকে চিতা।
যদিও কালের গর্তে রক্তপায়ী কীট,
ঔদ্ধত্যের ফণা তুলে শাসায় কেউটেরা!
হে অধিষ্ঠাত্রী আমার, জেনেছি নিশ্চিত
নও অধর্মচারিণী নও কসবি সেরা।
মৃত্যু যদি চুষে নেয় প্রদীপ্ত হরিৎ,
ফিরাবে লক্ষ্মীরে তার বুনো সংকল্পেরা।
কালের সমাজ/আ.য
আপনার মতামত লিখুন :