ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তোমার আঙুল

শাহীন মজদুর ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:৪০ পিএম তোমার আঙুল

তোমার আঙুল
     ---শাহীন মজদুর---

তোমার আঙুল সখি, যেন বিদ্যুল্লতা!
একটু আঁচে ঝলসে দাও আমার মুগ্ধতা।
শৌখিন শিল্পীর মতো কী দরদ ভরা
তুলির আঁচড়ে করি চিত্রিত তোমায়!
যেই না মনেতে এলে কিংবা ভাবনায়,
তুমি সেই কল্পবধূ কল্পপটে গড়া।
চালাও অঙ্গুলি দেহে চঞ্চলা, আমায়;
কাটাও জড়তা যত কৌশলী ছোঁয়ায়।
 

আমি যে বিস্মৃতপ্রায়; না জানি কেমনে
ভুলালে আমায় তুমি কোন সন্ধিক্ষণে!
আসুক না সে আরবার মুহূর্ত মধুর;
জেনে নিই পরস্পর কারণাকারণ।
দেহতন্ত্রে তুলে আজ গভীর নিস্বন,
এসো রসজ্ঞের মতো হয়ে যাই চুর।

 

 

 

কালের সমাজ /আ.য

Side banner